Fiverr HelpFreelancing Help
অনলাইনে কাজ না পাওয়ার কয়েকটি কারন নিয়ে কথা বলবো আজ

[প্রথমেই বলে রাখি আমি কে, যে কিনা অনলাইনে কাজ না পাওয়ার কারন নিয়ে কথা বলবে :
আমি গত ৩ বছর ধরে , আপওয়ার্ক ও ফাইভার মার্কেটপ্লেসে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ টপ রেটেড আপওয়ার্কে , যেখানে ৮ জন পারমানেন্ট ক্লাইন্ট এর সাথে কাজ করতেছি। একটা ভাল এমাউন্ট তাদের কাছ থেকে আসে।]

পাশাপাশি Money Matters নামক একটা UKকোম্পানি তে রিমোট জব করছি ।
তআমি আপাতত ৫ টা কারন নিয়ে কথা বলি:
১। Proper Guidelines
আমরা সবাই ঝাপিয়ে পড়ছি অনলাইনে কিন্তু কয়জন জানি যে অনলাইনে কাজ করতে হলে ও কিছু নিয়মকানুন জানতে হয়। কোন বিষয় গুলো ট্রেন্ডিং এবং চাহিদা প্রচুর সেই বিষয়ে ধারনা থাকতে হয়। তাছাড়া কোন দেশের ক্লাইন্ট কি চায় সেটা ও জানা জরুরি।
অন্ধকারে ঢিল ছুড়লে আম পড়ার সম্ভাবনা থাকে কিন্তু তা খুব ই কম।
২। Client Communication
ভাই আমি অনেক বেশি skilled, আমার চেয়ে স্কিলড মানুষ কম ই আছে কিন্ত আমি কাজ পাচ্ছিনা।
তার প্রধান কারন আপনি যে কাজ টা পারেন তা তো ক্লাইন্ট কে বুঝাতে হবে। আপনার কাজের প্রসেস টা কে ভালো করে উপস্থাপন করতে হবে।
মনে রাখবেন ক্লাইন্ট সমস্যা নিয়ে আস আর আপনার কাজব হলো ক্লাইন্টের সমস্যা সমাধান করে দেওয়া। ক্লাইন্টের সমস্যা সল্ভ মানেই কাজ আপনার।
৩। Work Prove
ক্লাইন্ট যে ধরনের কাজের জন্য আসে, সেই কাজ আপনি আগে ও করছেন মানে আপনার জানা, আপনি ক্লাইন্ট কে আস্বস্ত করেন প্রমান সহ যে স্যার আমি আগে ও এমন কাজ করছি এই যে প্রমান আমি আপনার কাজটা ও সহজেই করতে পারবেন।
এ ক্ষেত্রে ক্লাইন্ট নিশ্চিত থাকে যে আপনার এই কাজের পুর্ব অভিজ্ঞতা আছে আর অভিজ্ঞতার দাম সব জায়গায় ই আছে।
৪। Fast Reply
ক্লাইন্ট আপনাকে যখন ই টেক্সট করে, কোন ধরনের প্রশ্ন করে চেষ্টা করুন সাথে সাথ উত্তর দেওয়ার ,যদি না জানেন সময় চেয়ে নিন। গুগল করুন পরিচিত কারো কাছ থেকে হেল্প নিন।
আপনি কতোটা একটিভ সেটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে।
আপনি আপনার মোবাইলে এপস টা ডাউন লোড করে রাখেন , ফেইসবুক স্ক্রল করার মত স্ক্রল করুন , অনেক কিছু জানতে পারবেন।
৫। Be Connect With an Expert
যে বিষয়ে কাজ করেন সেই বিষয়ের এক্সপার্ট দের সাথে কানেক্ট থাকুন।
যাতে করে আপনি সময় মত তার হেল্প নিতে পারেন।
ফ্রিলান্সিং এতোটা ও সহজ না আবার এতোটা জটিল ও না আমরাই এইটাকে সহজ আর জটিল করে তুলি। 

HAPPY FREELANCING
Hridoy
Digital Marketing Expert