Fiverr HelpFreelancing HelpUncategorizedUpwork Help

একটা স্বপ্ন আর ৩ বছরের অক্লান্ত সাধনা

একটা স্বপ্ন আর ৩ বছরের অক্লান্ত সাধনা। আমার গল্পে আমি ই ছিলাম একমাত্র ভিলেন আর হিরো ছিলো আমার রাতজাগা একাগ্রতা।
সাময়িক সেট- আপ তাও মুগ্ধতার হাসি।
অজোপাড়া গ্রাম ছিল, বৃষ্টির পানি ছুয়ে পড়তো ঘরের মেঝেতে,আম্মাকে বলতাম একদিন বিল্ডিং হবে আমাদের, নিজস্ব একটা জায়গা (সময়ের ব্যাপার মাত্র এখন(ইনশাআল্লাহ)।
বাবার সাথে রোদের তীব্রতার মাঠে,ক্ষেতে কাটিয়েছি জীবনের ১৫টা বছর, স্বপ্ন ছিল আকাশ ছোয়ার আজ সে স্বপ্ন হতে মাত্র কিছুদিন দূরে।
জীবনে কখনো হারিনি,জীবনকে হারিয়েছি,নিজের সাথে।
এই ৩ বছরে যে কাজ টা কখনো মিস হয়নি, নামাজ,আর ৫মিনিট তেলওয়াত।
একটা স্বপ্ন আর ৩ বছরের অক্লান্ত সাধনা।
হৃদয়
Top Rated, Upwork
Level 02, Fiverr
Marketing Head (Pouvoir En Legne, Torento, Canada)

Related Articles

One Comment

Leave a Reply

Back to top button