Fiverr HelpFreelancing Help

নতুনদের জন্য করনীয়

প্রথম অর্ডার পাবার জন্য যা করতে হবে। 👇👇👇👇

আপনি ফাইভারে একটা শিশু আপনাকে চলতে গেলে হোচট খেতে হবে, তাই বলে কি হাটা ছেড়ে দিবেন। 👎
একজন নতুন সেলার এর প্রোফাইল যখন আপনি নিজে দেখবেন তখন নিজের কাছে মনে হবে যে এখানে কি যেন একটা নেই তার মধ্যে তারকা (*) Rating একটা জিনিস তাছাড়া ও :
👉 টাইটেল
👉 ডেস্ক্রিপশন
👉 গিগ ইমেজ
👉 প্রাইসিং
👉 FAQ
👉 Requirements
এখন আসি, আমার বড় ভাই , এই ভাই , ওই ভাই ফাইভার থেকে ইনকাম করতেছে আমি ও ওই ভাই যা শিখছে তাই শিখে শুরু করে দিব ফ্রিলান্সিং 🙃🙃
আজকে ঘরে ঘরে গ্রাফিক্স ডিজাইনার কিন্তু একটু ইউনিক চিন্তা করার মতো ডিজাইনার কয় জন। 😌😌
ডিজিটাল মার্কেটিং টা সবাই পান্ত ভাত মনে করে ফেইসবুক এড,লাইভ স্ট্রিমিং, ইন্সটা, এস ই ও করতে পারলেই যেন হাজার হাজার ডলার ইনকাম করা যায়। আপনি কি জানেন যে ডিজিটাল মার্কেটিং কি আর আজকাল কোন টপিকস টা ট্রেন্ডিং এ আছে। 😌😌😌😌
ওয়ার্ডপ্রেসের থিম টাকে একটু কারসাজ করতে পারলেই যেন আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ভাই আগে স্কিল্ড হোন
মার্কেটপ্লেসে এখনো অনেক অভাব স্কিলড এর। ☹☹☹☹
আপনি যে কোচিং থেকে শিখতেছেন শুধু আপনার ইন্সট্রাকটর কে জিজ্ঞেস করেন ভাই আপনার ফ্রিলান্সিং ক্যারিয়ার কি? ??
আপনি কতোগুলো কাজ করছেন মার্কেটপ্লেসে? ??
শুধু কি কাজ জানলেই হয়। মার্কেটপ্লেসের :
👉Terms And conditions
👉Client Communication
👉Payment Policy
👉Client Handle
এই গুলো বিশ্বাস করেন একটা স্কিলড ডেভেলপমেন্ট এর চেয়ে বেশি দরকার। আপনি ঘরে ঘরে এমন মানুষ পাবেন যারা কাজ জানে কিন্তু কয়জন পাবেন যে মার্কেটপ্লেস সম্পর্কে জানে? ?????
একজন ভালো ফ্রিলান্স্যার এর গুন হলো সে যেখানে কাজ করে তার সবকিছু ভালো করে জানে, কোন দেশের ক্লাইন্ট কি বলে কিভাবে বিহেভ করে কেমন ওয়ার্ড ব্যবহার করে সব জানে।
এই সম্পর্কে না হয় অন্য একদিন বলবো আজ যখন একটু সময় পেয়েছি নতুন দের জন্য বলি।
নোট : ভাই আপনার স্বার্থ কি এতো বড় বড় পোস্ট করেন। আমার একটাই স্বার্থ আপনাদের হাহাকার। ভাই কাজ পাইনা হতাশায় আছি, ফ্যামিলি বলতেছে ল্যাপটপ ভেঙ্গে ফেলবে ।জীবন অতিস্ট হয়ে গেছে।
ইনশাআল্লাহ বের হয়ে আসতে পারবেন নিচের টপিক্স গুলো ভালো করে পড়ুন।
একটা কাজ পাওয়ার জন্য বায়ার রিকোয়েস্ট থেকে হাজার গুন বেশি কাজ করে গিগ ।আপনার গিগ যদি সামনে থাকে আর আপনি যদি ভালো করে আপনার সার্ভিস সাজাতে পারেন তাহলে অবশ্যই গিগ সামনে আসবে।🙂🙂
ইনশাআল্লাহ পরে একবার সময় করে আপনাদের জন্য একটা পরিপুর্ন গিগ কিভাবে দিতে হয় তা নিয়ে বলবো।
ধন্যবাদ
হৃদয়

Related Articles

Leave a Reply

Back to top button