Fiverr HelpFreelancing Help
নতুন দের কাজ না পাওয়া

টপিক্সঃ নতুন দের কাজ না পাওয়া 

ভাই, আমি তো নতুন কোন ভাবে সুবিধা করতে পারছিনা, ১০০০ বায়ার রিকোয়েস্ট সেন্ড করছি , ম্যাসেজে লাল বাত্তি জ্বালাইতে পারিনাই।
একটু হেল্প করেন। তার সমাধান :











১। গিগ গুলো হাই কম্পেটেটিভ।
ভাই,
আপনি বাচ্চা ফাইভারে এখন এসেই যদি বড়দের সাথে দোড়ানো শুরু করুন তাহলে কি পারবেন তাদের বিড করতে?
——————————————-
সমাধান :


কমপক্ষে ২-৪ ঘন্টা রিসার্চ করুন। টাইটেল , ডেসক্রিপশন , আর ইমেজ ঠিক রাখেন দেখবেন সময় টা বৃথা যাবেনা।

মনে রাখবেন আপনি নতুন তার মানে অন্যদের থেকে বেশি সময় দিতে হবে।
অনেক সময় দেখবেন ক্লাইন্ট এসে অনলাইন সেলার দের খুজবে ফিল্টার করলে দেখা যায় ৪০০০ গিগ কমে তখন ৩০-৫০ নেমে আসে তখন আপনার চান্স বেশি থাকবে।
একটা ভালো কাজ আপনার ক্যারিয়ার এর মোড় ঘুড়িয়ে দিতে পারবে।
২ । Skilled হন।
আপনি যদি কাজ পান ও আর যদি ক্লাইন্ট বাশ দিয়ে দেয় সেই বাশের ব্যথা সারাজীবন বয়ে বেড়াতে হবে। এইটা ফাইভার এখানে ফিডব্যাক রিমোভ করার অপশন নেই।
আমার কথা বলি আমার ১২০ টা রিভিউ একটা ও ৪.৯* নাই তার কারন আমি আগে কনফার্ম হই তারপর কাজ নেই।
মনে রাখবেন একটা সার্ভিস দেন এমন ভাবে দেন যেন আপনি এই সার্ভিসে বুকে হাত দিয়ে বলতে পারেন আমি বেস্ট।
ধন্যবাদ
হৃদয়
Fiverr : Level 2
Upwork : টপ রেটেড
বিঃদ্রঃ উপরের ট্যাগ লাইন গুলো দেওয়ার মানে হলে যাতে করে আপনারা বুঝতে পারেন উপরের কথা গুলো মন থেকে নয় অভিজ্ঞতা থেকে বলছি।
হ্যাপি ফ্রিলান্সিং