Fiverr HelpFreelancing Help
নতুন সেলার দের 30 দিনের প্ল্যান

আপনারা যারা ইনবক্সে বার্তা পাঠাতে পাঠাতে ক্লান্ত , তাদের জন্যই এই পোস্ট। মনোযোগ দিয়ে পড়েন , আর এই একটা মাস কষ্ট করেন , বলতে পারেন শেষ কষ্ট , যদি তারপর ও আপনার দ্বারা না হয় তাহলে ভাই আর কখনোই হবে না।
শুক্রবার , ঘুম থেকে উঠেই লিখতে শুরু করে দিছি , আবার কবে সময় পাবো কে জানে , তবে লিখাটা অনেক বেশি দরকার হয়ে পড়েছে।
প্রথম থেকেই শুরু করা যাক ,
আপনি যদি ফাইভার মার্কেটপ্লেস কে , আসলাম , দেখলাম , জয় করলাম ভেবে থাকেন তাহলে আপনার প্রথম ভুল এইটাই
ফাইভার মার্কেটপ্লেস হলো ,
আসলাম , শিখলাম , আরো শিখলাম , ভেঙ্গে পড়লাম , উঠে দাড়ালাম , আবার হোচট খেলাম, জয়ের একটু তৃপ্তি পেলাম।
যদি মনে করেন ৩৫০ টাকায় ১২ টা কোর্স কিনে , কোন ভাবে একটা লগো ডিজাইন অথবা পোস্টার ডিজাইন শিখে , অথবা একটা এড প্লেসিং করতে পারলেই , মার্কেটপ্লেসের হিরো হয়ে যাবেন , তাহলে সেগুড়ে বালি। আশা করা ও ছেড়ে দেন, আমাকে এমন একজন দেখান যে কিনা কোর্স কিনে , কোর্স করে আজকে লেভেল টু সেলার।
স্কিল ছাড়া এখানে কিছুই হচ্ছেনা , বেলা বাড়ি ফিরে যাও , এখানে স্কিল মানুষদের দর কষাকষির ভীড়ে তুমি হারিয়ে যাবে বেলা ।
আবার বলি স্কিল ছাড়া ফাইভারের সোনার হরিন ধরা যাবে না। আপনি যে জিনিস জানেন ওই জিনিস এর ওপর শতভাগ কনফিডেন্ট না থাকলে , দু পা পেছনে যান , শিখেন তারপর রান আপ নিয়ে ফাইভারে দোড়ান ।
স্কিলড মানুষগুলোদের বসে থাকতে হয় না , কাজের জন্য যে শুধু মার্কেটপ্লেস আছে তা না আপনি কাজ জানলে কাজ এসে আপনার কাছে ধরা দিবে, ( সময় পেলে কখনো লিখবো , স্কিলড বিক্রির বাজার নিয়ে একটা আর্টিকেল ।
আমি টপিক্স এ ফিরে আসি , ধরে নিলাম আপনি ফ্রিলান্সিং শিখলেন , আজকাল ফ্রিলান্সিং এর বড় ট্যাগলাইন হলো , ” ঘরে বসে ইনকাম করুন হাজার হাজার ডলার” , কথাটা এমন যেমন এককালে আমার দাদার ৫০ টা ঘোড়া ৫০০ শতক জমি , জমিদারি ছিল । যা পুরাতন হয়ে গেছে। মাসিক ৪০০০$ এর তৃপ্তিটা গত মাসে পেলাম , বোঝাতে পারবোনা সেই ফিলিংস , জব কনফার্ম হলো হয়তো এই বছর পর চলে যেতে হবে এই দেশ ছেড়ে তবুও একটা আক্ষেপ কি জানেন , আক্ষেপ হলো ফ্রিলান্সিং ব্যবসায়ীরা আপনাদের অন্ধের দেশে আয়না বিক্রি করতে পাঠাচ্ছে। আর দিনশেষে আপনারা হতাশ হয়ে ছেড়ে দিচ্ছেন মার্কেটপ্লেস , মা বাবাকে বলছেন , অমুক কোর্স করছি আর কোন টেনশন নাই , তারপর শুধু ডলার আর ডলার , কষ্টের দিন ফুরাবে, আসলেই কি ফুরায়?
লিখে ফেলুন আপনার সাথে ঘটে যাওয়া সেই অন্ধের দেশের আয়না বিক্রি করার কাহিনি যাতে করে বাকি সবাই বুঝতে পারে , যতোটা সহজ এই ফ্রিলান্সিং নামটা আগে লাগানো ততোটাই কঠিন একজন ফ্রিলান্স্যার হওয়া।
————————————————————————–
আজকে শুক্রবার ২৮ ই মে , খাতা কলম নিয়ে বসে পড়ুন এই ৩০ দিন নিজেকে বন্দি করে ফেলুন , গার্লফ্রেন্ড থাকলে বলুন স্বপ্ন সাজাচ্ছি কটা দিন অপেক্ষা করো, বয়ফ্রেন্ড কে বলুন , “বাবু খাইছো” এই কথাটা একমাস পরে জিজ্ঞেস করবোঃ
আমি ধরে নিলাম আপনারা কাজ জানেন , গ্রাফিক্স ডিজাইন , ্ডিজিটাল মার্কেটিং , ওয়েব ডেভেলপিং , অথবা এপ ডেভেলপমেন্ট । যা জানেন তার মধ্যে বেস্ট জানেন এমন ৪ টা স্কিল রেডি করেন , রেডি করা শেষ হলে নিচের কথা গুলো মনোযোগ দিয়ে শুনেন ,
এই ৩০ দিন কে ৫ ভাগে ভাগ করেন ,
প্রথম ৬ দিনঃ
প্রথম ৬ দিন , কিছুই করবেন না , শুধু আপনার সার্ভিস গুলোর সেইম টপ রেটেড ( বেস্ট রিভিউ গিগ গুলো ভিজিট করবেন , দেখবেন তারা কেমন সার্ভিস দিচ্ছে , কিভাগে গিগ সাজাচ্ছে , কি ডেলিভারি দিচ্ছে ( গিগ ইমেইজ এর সাথে এট্টাচ পাবেন ), বায়ার গুলো তাকে কি ধরনের রিভিউ দিচ্ছি । পোকার মতো টপ গিগ গুলোয় ভিজিট করুন । সাবধান কখনো তাদের টেক্সট করবেন না , অথবা টেক্সট করার ট্রাই ও করবেন না ।
ধরেন আপনার লগো ডিজাইনে ব্যাপক পারদর্শিতা আপনি লগো ডিজাইনের উপর থাকা ১০টা গিগ এর লিংক এক্সেল শিট এ রাখেন তাদের টাইটেল , প্রাইজ পাশে লিখে রাখেন।
লিখা শেষ , ৪ টা সার্ভিস বলেছিলাম , এবার এই ৪ টা সার্ভিস এর জন্য ৪ দিন সময় নিন , উপরের কাজ করার জন্য আর বাকি ২ দিনে , ৪ টা সার্ভিস রিলেটেড ৮ টা ( মিনিমাম) গিগ ইমেইজ রেডি করেন , ভাই বিশ্বাস করেন ওই ৪ দিনে ওই টপ গিগ থেকে যা শিখছেন তা আপনারা এই ৫/৬ মাসে ও শিখতে পারবেন না , শুধু এই ভাই ওই ভাই এর অর্ডার এর কাহিনীই ই শুনবেন।
দ্বিতীয় ৬ দিনঃ
আইডিয়া নেওয়া শেষ , তাহলে এবার শুরু করা যাক , নিজের প্রথম পার্ফেক্ট গিগ দেওয়ার।
৩ টা কথা বলি কীওয়ার্ড রিসার্চ নিয়ে,



(১ দিন সময় দেন , দেখবেন অনেক অনেক ভালো কীওয়ার্ড পাবেন)
১ টা টিপস ক্যাটাগরি নিয়েঃ

ডেস্ক্রিপশনঃ
যে টাইটেল টা দিছেন উপরে সার্ভিসের জন্য সেইম টাইটেল টা বসিয়ে দেন , তারপর লিখা শুরু করেন ,
১০ টা গিগ যেগুলো রিসার্চ এর সময় নিয়েছিলেন আবার কষ্ট করে পড়েন , নিজে নিজে একটা ড্রাফট সাজান , তারপর আপনি কি দিবেন কিভাবে দিবেন লিখে ফেলুন , মিনিমাম ১০০০ ওয়ার্ডস লিখার ট্রাই করবেন।
টিপসঃ



ট্যাগঃ
যে ১০ টা গিগ কপি করে এক্সেল শিটে রাখতে বলছিলাম ১০ টা গিগের ৫০ টা ট্যাগ পাবেন , খুজে বের করুন কমন ৫ টা ট্যাগ যা সবাই ব্যবহার করেছে( বেশিরভাগ) ব্যাস আপনি ওইগুলোই ব্যবহার করেন , ইনশাল্লাহ ভালো ইম্প্রেশন আসবে।
প্রাইজঃ
বেসিক প্রাইজটা অন্যদের চেয়ে ৫$ এর মতো কম রাখতে পারেন , তবে দয়া করে মাছ বাজার বানাইয়েন ফাইভার টাকে , আপনি আপনার কাজের কোয়ালিটি ঠিক রেখে রেগুলার প্রাইজ অন্য সবাই যে প্রাইজ দেয় আপনি তার থেকে কিছুটা কম দিতে পারেন , এইটা কখনো কইরেন না যে অন্য কেউ আপনার সেইম সার্ভিস এর জন ৫০-৯০ ডলার চার্জ করছে আর আপনি ৫$ .
FAQ টা কপি করে দিতে পারেন তবে অবশ্যই দিবেন।
জীবনের সবচেয়ে বড় ফাইভার লেসন এই ১২ দিনে শিখা হয়ে যাবে , ৬ দিনে গিগ রিসার্চ পরের ৬ দিনে প্রথম ১ টা গিগ।
তৃতীয় ও ৪র্থ ৬ দিনঃ
গিগ কিভাবে ক্রিয়েট করতে হয় জেনে গেছেন , গিগ এখন ২ দিনে একটা পাবলিশ করুন , এই ১২ দিনে মেইক শিউর যে আপনার ৪ টা গিগ ক্রিয়েট করা শেষ।
পাশের বায়ার রিকোয়েস্ট অপশন টা নতুন ট্যাবে খুলে রাখুন আপনার কাজ রিলেটেড বায়ার রিকোয়েস্ট আসলে বিড করুন ।
বি;দ্রঃ রবিবার আমি বায়ার রিকোয়েস্ট টিপস নিয়ে লিখবো , ইনশাল্লাহ ।
প্রতিদিন ১০টা বায়ার রিকোয়েস্ট মাস্ট সেন্ড করবেন এইটা শেষ না করে ঘুমাতে যাবেন না ।
৫ম ৬ দিনঃ
নিজেই বুঝতে পারবেন ইম্প্রুভমেন্ট , এইবার বের হয়ে আসুন ফাইভার থেকে ৪ টা সার্ভিসের গিগ লিংক নিয়ে Social Media গুলোতে যান , লিঙ্কডীন , টুইটার , ইন্সটা , ফেইসবুক , আপনার সার্ভিস লিখে সার্চ করুন , অনেক রিলেভেন্ট গ্রুপ আছে ওইখানে বায়ার খুজার ট্রাই করুন ,
ভাই কিভাবে?
আর্টিকেল লিখছি , খুব তাড়াতাড়ি পাবলিশ করে দিবো।
গিগ গুলোর পারফেরমেন্স দেখুন , আর যদি দেখেন ১ মাসে ২৩০-৫০০ এর মতো ইম্প্রেশন আসছে তার মানে আপনি সব টিকঠাক করছেন যদি তার চেয়ে কম আসে , যে গিগ এ কম আসছে ওই গিগ টা নিয়ে পুনরায় রিসার্চ করেন , দেখেন ভুল কোন জায়গায় , ইনশাল্লাহ ভুলটা খুজে পাবেন ।
আজ এতটুকুই আবার লিখবো সময় পেলে ।
৫ টা সর্ট টিপ্সঃ
১। আল্লাহর উপর বিশ্বাস রাখুন , কষ্ট বিফলে যায় না , আবার কষ্ট না করলে ফল ও পাওয়া যায় না । আপনার কষ্ট ই এখানে আপনার পুজি ।
২। একটিভ থাকুন , যতটুকু পারেন পিসি তে আর না হলে মোবাইল এপ্স এ ।
৩। বায়ার রিকোয়েস্ট সেন্ড করুন , মোবাইল দিয়ে ও সেন্ড করা যায়।
৪। স্বপ্ন শুধু দেইখেন না সফল করার জন্য উঠে পড়ে লাগুন ।
৫ । সুস্থ রাখুন নিজেকে।
সবার জন্য শুভকামনা
হৃদয়
টপ রেটেড ( আপওয়ার্ক)
লেভেল টু ( ফাইভার)
মার্কেটিং হেড ( Pouvoir En Legne , Torento , Canada)