Fiverr HelpFreelancing Help

ফাইভার গিগ ডাউন

🗣আমার গিগ প্রথম পেইজ থেকে উধাও । আমি বাতি দিয়ে ও খুজে পাচ্ছিনা।

কিন্তু আমার প্রোফাইলের কোনে সবসময় সবুজ বাতি জ্বলে।🤦‍♂️🤦‍♂️

উত্তর :

ভাই , ফাইভার একটা মার্কেটপ্লেস ।যেখানে ফাইভার নিজে ও ইনকাম করে , সে চায় তার প্রথম পেইজে ওই গিগ গুলো থাকুক , যে গিগ গুলো বেস্ট সার্ভিস দেয়। কারন বায়ার ধরে রাখা তার উদ্দেশ্য। বায়ার তার কাংখিত কাজ এখানে না পেলে , অন্য মার্কেট প্লেসে যাবে।

যা করতে হবে :

গিগে কেমন করে , লাল বাত্তি জ্বলছে এইটা না ভেবে, একটু রিসার্চ করেন, নিজে নিজে, প্রথম সাড়ির গিগ আছে , তারা কেন প্রথম সাড়িতেই আছে আর আপনি কেন নাই। দেখবেন নিজেই বের করতে পারবেন।

সাজেশন :

একই রকম দুইটা গিগ রাখেন। যাতে করে ,একটা লাল বাত্তি নিয়ে উধাও হলে ও অন্য একটা থাকে একটু খেয়াল করে দেখবেন টপ রেটেড সেলার দের একই রকম দুইটা গিগ থাকে।
🗣 ভাই আমার একটা অর্ডার ক্যান্সেল হওয়ার পর গিগ কে ফাইভার গুম করে ফেলছে।

উত্তর :

এইটা স্বাভাবিক বিষয় আপনার অর্ডার ক্যানসেল হওয়ার যেই কারন থাকুক, ফাইভার মনে করবে বায়ার এর সাথে আপনার , ইন্ডিয়া পাকিস্থান যুদ্ধের মতো একটা ছোটখাটো যুদ্ধ হয়ে গেছে। যেখানে সবসময় বায়ার ই জিতে। এই জন্য সাময়িক সময়ের জন্য গিগ গুম করে দিবে। কারন এইখানে ফাইভার আমেরিকা আর আমেরিকা চায় ইন্ডিয়া জিতুক।🙂🙂🙂🙂

সাজেশন :

খুজে বের করেন বেচারা গিগ কোথায় আছে,😡😡
কান ধরে পুরনো বায়ার এর কাছে নিয়ে যান একটা ৫* নিয়ে আসেন তখন দেখবেন আপনার গিগ গুম হওয়া থেকে মাঝ রাস্তায় চলে আসবে।😐😐
লিখলাম
জর্জ বুশ 😆😆😆
সরি
হৃদয়
টপ রেটেড – আপওয়ার্ক
লেভেল টু – ফাইভার

Related Articles

Leave a Reply

Back to top button