Fiverr HelpFreelancing Help

বায়ার রিকোয়েস্ট

আজ একটা বিষয় নিয়ে কথা বলছি, যারা মুখে ফেনা তুলে ফেলেন না , ভাই বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে করতে জীবন শেষ , তাদের বলি, দিনে ফাইভারে ১০০০+ বায়ার রিকোয়েস্ট আসলে ও তার মাত্র হাতে গুনা কয়েকটা রিয়েল বায়ার এর থাকে।

আর বায়ার গুলো তো ৯৮% সেলার, মজা করার জন্য আসে এইখানে, আমার প্রায় ১ বছর ৩ মাসের জার্নি আমি মাত্র ১১৭ টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করছি,যার মধ্যে ১০+ সাক্সেস্ফুল ছিল।
কিছু জিনিস আমি অবাক হই, যে ইউটুউবে ৪০০০ ঘন্টা ওয়াচটাইম + ১০০০ সাবস্ক্রাইবার দরকার তার বাজেট ১০ ডলার আর আমরা বাংলাদেশীরা ঝাপিয়ে পড়ছি।
মনে রাইখেন আপনি ফ্রিলান্সার কোন শ্রমিক না, নিজের পেশা টাকে সম্মান দিন, আজ যারা সাকসেস ফুল তাদের প্রত্যেক টা মানুষের পেছনের গল্প জানুন, তারা শুধু শুধু এখানে চলে আসেনাই।
আমার মনে আছে ১৭-১৮ ঘন্টা পিসির সামনে বসে থাকতাম, মেসেজের লাল বাত্তি জ্বলার সাথে সাথে বুকের কোন টা কেমন করে উঠত, প্রতিটা টেক্সট মানেই ছিল নতুন কাজের সম্ভাবনা।
আপনারা যদি কমেন্ট বক্সে জানান ,যে ভাই, আমাদের বায়ার রিকোয়েস্ট নিয়ে একটা ধারনা চাই, অভিজ্ঞতার সুচ কে কাজে লাগিয়ে প্রপার ইন্সট্রাকশন নিয়ে আসব।
আবার বলছি, ভাই আমরা আপনারা ফ্রিলান্সার কোন মার্কেটপ্লেসের খেটে খাওয়া কামলা/শ্রমিক না।
বাইরের দেশের ক্লাইন্ট গুলো একজন প্রফেশনাল ফ্রিলান্সার কে স্যার বলে সম্বোধন করে, ভালো লাগে যখন একটা ক্লাইন্ট বলে।
Could you do it for me, Hridoy? I am ready to pay you higher, If, I get the results.
আজেবাজে কাজে বায়ার রিকোয়েস্ট সেন্ড করা, অন্ধ্যের দেশে আয়না বিক্রি করার সমান।
#Happy Freelancing
Hridoy
Top Rated (Upwork)
Level 2 ( Fiverr)
Digital Marketing Sector.

Related Articles

Leave a Reply

Back to top button