Fiverr HelpFreelancing Help
fiverr Gig Rank Tips

চলেন , ঘুরে আসি , গিগ এর নতুন দুনিয়ায় । যেখানে আমি দেখাবো , গিগ কেমন করে র্যাংকে আসে আর গিগে কি এমন এড করতে হয় , যা ফাইভার নিজে ও ভালোবাসে , কথা গুলো আমার নিজের না শুধু কিছু কথা ফাইভার নিজেই আমাকে বলেছে ( সাপোর্ট থেকে কালেক্টেড ) আর বাকি টুকু নিজের অভিজ্ঞতা। হাজার হোক আড়াই বছর হতে চললো এই মার্কেটপ্লেসে । উত্থান ই দেখেছি সবসময় কারন একটাই জেনেছি , শিখেছি , আপডেট রেখেছি ।
ভাবুন তো ,
আমি যে কাজ টা জানি ,সেটাতে আমি আমার নিজেকে কতো মার্ক দিবো , যদি ভাই নিজেকে ১০০ এর মধ্যে ৯০ না দিতে পারেন তাহলে ফিরে যান ,স্টাডি করেন তারপর না হয় আসেন । মার্কেটপ্লেস আগেও ছিল এখনো আছে আর ভবিষ্যত ও থাকবে । শুধু হারিয়ে যাবেন আপনি , হতাশায়, না পাওয়ার আক্ষেপে আর কিছু বিরক্ততায় ।
দেখেন তো ,
আপনার পাশের বড় ভাই , পরিচিত কেউ তারা যে মার্কেটপ্লেসে কাজ করে যাচ্ছে , দিন শেষে ক্লাইন্ট এর কাছ থেকে রিভিউ , টিপস পাচ্ছে , আপনার এইটা দেখার পর খারাপ লাগছেনা , অবশ্যই লাগছে । এবার ভাবুন সে কেন সফল হচ্ছে তার একটাই কারন সে প্রফেশনাল আর আপনি নুভ( বিগেনার)।
আগে স্কিলড ডেভেলপ , পরে মার্কেটপ্লেস স্টাডি , তারপর একটা পার্ফেক্ট গিগ আর তারপর ডলার।
কিন্তু বর্তমান সময়ে আপনারা পুরো উলটো করছেন , অবশ্য আপনাদের এই স্বপ্ন গুলো দেখানো হচ্ছে জোড় করে ,
হাজার হাজার ডলার _ একটা এলোমেলো গিগ_ মার্কেটপ্লেস ভুয়া স্ক্রিনশট আর তারপর নড়বড়ে স্কিলড।
ফল,
আপনার স্বপ্নের সাথে আপনার ক্যারিয়ার থেকে খসে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ন সময়গুলো , যে সময়ে আপনার স্কিলড ডেভেলপ করার কথা সে সময়ে আপনাকে একটা অপরিপক্ব ঘোড়ার মতো নামানো হচ্ছে , একটা অভিজ্ঞ দুরন্ত ঘোড়ার সাথে রেইসে আপনি তো হারছেন সাথে হেরে যাচ্ছে আপনার ভেতর জমা থাকা আপনার মেধা ও ।
উপরের কথা গুলো নিজের সাথে মিলিয়ে দেখেন তো , একটা কথাও ভুল বলছি , যদি ভুল বলি অবশ্যই বলে দিবেন ।
চলেন ঘুরে আসি গিগের দুনিয়া থেকে ,
গিগ মানে হলো আপনার জমে থাকা ৪/৫/৬/৭ মাসের রাত জাগা পরিশ্রম আর বোনা স্বপ্নের একটা সারাংশ , যেখানে আপনি প্রতিটা সেন্টেন্স টাইপ করেন আর ভাবেন অর্ডার আসবে , আমি ইনকাম করতে পারবো কিন্ত তা আর হয়ে উঠেনা ।
যদি এতদিনেও না হয় নতুন করে একটা গিগ ক্রিয়েট করেন তো , নিজের সবকিছু মেনেঃ
( না বুঝলে বইলেন আপনাদের জন্য ভিডীও তে লাইভ দেখিয়ে দিব)
একটা ভিডীওঃ
আচ্ছা ভাই কি পাগল নাকি সবাই আগে বলে কীওয়ার্ড রিসার্চ করো তার পর ……………………………।।
ভাই বললো ভিডীও , হ্যা ভাই ভাই একটু ডিফারেন্ট ভাবেই বলছি ,
ফাইভার বলে একটা ভিডিও অন্য নরমাল গিগদের চেয়ে ৪০% বেশি এনগেইজমেন্ট নিয়ে আসে । মানে প্রায় দ্বিগুন আপনার এখন কার গিগের চেয়ে , যার ফলে গিগ এ ইম্প্রশন বেশি আসে , ক্লিক টা ও বেশিই আসে । ইম্প্রেশন বেশি আসা মানে আপনার গিগ রান করছে আর আস্তে আস্তে সামনে আসছে।
ভিডীও কিভাবে রেডি করবোঃ
নিজের ভয়েজ দিতে পারলে অনেক ভালো , কিন্তু না পারলে স্লাইড শো দিয়ে করেন , আর নিচে লিখে দিয়েন সাবটাইটেলের মতো ।
কি কি থাকবেঃ
আপনার সার্ভিস এ কি কি দিবেন?
আপনার সার্ভিস এর একটা এক্সাম্পল?
আপনার সার্ভিসের কোয়ালিটি?
আর আপনার সার্ভিস নিলে ক্লাইন্ট এর কি বেনিফিট?
এই গুলো অনলাইনে সার্চ না করে নিজে নিজে ভাবুন আর একটা খাতায় লিখে নেন।
ভিডীও শেষ এবার দেখবেন একটু কনফিডেন্ট আসবে , কারন আপনি সময় ব্যয় করছেন , সময় ঠিক জায়গায় ব্যয় করলে সেই সময় ই আপনাকে বিনিময়ে ভালো কিছু দিবে।
আর বাকি জিনিস গুলো আমি আমার আগের আর্টকেল এ অনেক বার বলেছি , শুধু ওইগুলো দেখেন আর একটু সময় দেন , এক মাস পরে নিজেই কমেন্টস করবেন ভাই কাজ তো পেয়ে গেছি।
হৃদয়
টপ রেটেড ( আপওয়ার্ক)
লেভেল টু ( ফাইভার)
মার্কেটিং হেড ( Pouvoir En Legne , Torento , Canada)